সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
আপনার পছন্দের পণ্য সিলেক্ট করে বিক্রেতার ফোন নাম্বারে যোগাযোগ করুন। বিক্রেতার সাথে কথা বলে আপনারা পণ্য বুঝে নিয়ে সরাসরি বিক্রেতাকে টাকা পরিশোধ করবেন।
আপনি বিক্রেতার সাথে কথা বলে সরাসরি বিক্রেতাকে টাকা পরিশোধ করবেন। এক্ষেত্রে bechedin.xyz কোন দ্বায়বদ্ধতা রাখে না।
বিক্রেতার সাথে কথা বলে আপনি বিক্রেতার লোকেশনে গিয়ে পণ্য নিয়ে আসতে পারেন বা বিক্রেতা আপনার কাছে পণ্য নিয়ে আসতে পারেন। এক্ষেত্রে বিক্রেতা ও আপনার মধ্যকার চুক্তিই মুখ্য।
না। একাউন্ট ছাড়াই আপনি সাইটের সকল সুবিধা নিতে পারবেন। শুধুমাত্র আপনাকে ওয়েব সাইটে ঢোকার শুরুতে নিজের জেলাটি সিলেক্ট করে নিতে হবে ।
১। সবার আগে আপনাকে একটি একাউন্ট খুলতে হবে। গুগল বা ফেসবুকের মাধ্যমে আপনি সহজেই একাউন্ট খুলতে পারবেন। ২। একাউন্ট খোলার পর আপনাকে আপনার তথ্য দিতে হবে এবং মোবাইল নম্বর ভেরিফিকেশন করা লাগবে। ৩। এর পর আপনি বিক্রির জন্য পণ্যের বিজ্ঞাপন দিতে পারবেন। পণ্যের অবস্থা, ও বিস্তারিত বর্ননা দিয়ে এর সাথে কয়েকটি ছবি দিলে আপনার পণ্যের বিজ্ঞাপন জমা হয়ে যাবে। আমরা সব তথ্য ঠিক থাকলে সাইটে পণ্যের বিজ্ঞাপন লাইভ করে দেব।
আপনি ক্রেতার সঙ্গে কথা বলে টাকা বুঝে নিবেন । এক্ষেত্রে bechedin.xyz কোন দ্বায় দায়িত্ব বহন করবে না।
আপনার অর্ডারটি নিশ্চিত করতে এবং কোন পরিবর্তন আছে কিনা সেটা জানতে আপনাকে ফোন করা হতে পারে।
না। তবে একাউন্ট খুললে আপনি আপনার অর্ডার ট্র্যাকিং করতে পারবেন। এছাড়াও আপনি প্রতি কেনাকাটায় রিওয়ার্ড পয়েন্ট পাবেন।