নীতিমালা

এই সাইট ব্যবহার করার মাধ্যমে আপনি আমাদের নীতিমালা বুঝেছেন এবং মেনে নিচ্ছেন। আমাদের নীতিমালার সঙ্গে একাত্ম না হলে আপনি এই ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন না। এই সাইট যেকোন সময় কোন পুর্বাভাস না দিয়েই নিজের নীতিমালা পরিবর্তন করার অধিকার সংরক্ষন করে। এই সাইটে প্রকাশ করার সাথে সাথেই নীতিমালা কার্যকর হবে।

bechedin.xyz  কোন পণ্যের  মালিকানা দাবী করেনা এবং পণ্য সম্পর্কিত কোন তথ্যের সত্যতার নিশ্চয়তা দিচ্ছে না।  সুতরাং কোন কারনে সাইটে উল্লেখিত পণ্যের তথ্যের সাথে বাস্তবে মিল পাওয়া না গেলে সে জন্য bechedin.xyz দায়ী থাকবে না। পণ্য সম্পর্কিত সকল তথ্যের জন্য বিক্রেতা দায়ী থাকবেন।

 সাইটে উল্লেখিত পণ্য কিনতে মালিকের সাথে যোগাযোগ করে পণ্য কিনতে হবে। ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন ও প্রযোজ্য ক্ষেত্রে আইন শৃংখলা বাহিনীর সাহায্য নেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।  যোগাযোগ পরবর্তি কোন অনাকাঙ্খিত ঘটনার জন্য bechedin.xyz  দায়ী থাকবে না।

 সামনা সামনি পণ্য দেখে বা পণ্য হাতে পেয়ে দাম পরিশোধ করার অনুরোধ করা হচ্ছে। পণ্যের  মালিককে সম্পুর্ন বা আংশিক অগ্রিম দাম পরিশোধ করার বেলায় সতর্কতা অবলম্বন করতে হবে। bechedin.xyz   এক্ষেত্রে কোন দায়ীত্ব নেবে না

bechedin.xyz পণ্য পরিবহন বা সংরক্ষনের কোন ব্যবস্থা করবে না।